0
বর্তমান সময়ে ইন্টারনেটের মাধ্যমে আয় বা আউটসোর্সিং সবচেয়ে জনপ্রিয় আয়ের মাধ্যম।এটি আমাদের দেশের বেকার যুবকদের জন্য আশীর্বাদ স্বরূপ।মজার বিষয় হল আমাদের দেশের মোট জিডিপি-এর শতকরা ০.১% আসে এ আউটসর্সিং থেকে।বর্তমানে অনেকেই এ পেশার সাথে যুক্ত আছেন এবং অনেকে নতুন করে শুরু করতে যাচ্ছেন। কিছু কৌশল অবলম্বন করলেই সহজেই আপনি অনলাইনে আউটসোর্সিংয়ের কাজ পেতে পারেন। নিচে সে রকম কিছু কৌশল নিয়ে আলোচনা করা হলঃ
# এমন অনেকেই আছেন যাঁরা চার-পাঁচটা কাজের জন্য আবেদন করেই কাজ পেয়ে যান। আবার কেউ কেউ অনেক আবেদন করেও কাজ পান না। এটা নির্ভর করে আপনি কত কম মূল্যে কাজের আবেদন করেছেন তার ওপর।
#কাজের শর্ত পূরণ করতে না পারলে আবেদন না করাই ভালো।
# কোনো একটা জব পোস্ট করার পর দ্রুত আবেদন করে ফেলুন।এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে।
# আপনি যত বেশি সময় অনলাইনে (ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে) থাকবেন ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ কিছু কিছু কাজ আছে, যেগুলো পোস্ট করার এক-দুই ঘণ্টার মধ্যেই সম্পন্ন করে জমা দিতে হয়। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন। যাতে বায়ার আপনাকে কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তর দিতে পারেন।

# যাঁরা ওডেস্কে দুই-তিনটা কাজ করেছেন, এখন বেশি মূল্য হারে আবেদন করতে চান, তাঁরা যে জবটিতে আবেদন করবেন সে জবের নিচে দেখুন বায়ারের আগের জবগুলোর তালিকা দেওয়া আছে। সেখানে যদি দেখেন বায়ার তাঁর আগের জবগুলোতে বেশি ডলার দিয়ে অন্য কনট্রাক্টরকে কাজ করিয়েছেন, তাহলে আবেদন করতে পারেন। আর যেসব বায়ার আগের জবগুলোতে বেশি ডলারে কাজ করায়নি, তাদের জবে বেশি রেটে আবেদন না করাই ভালো।
# মার্কেটপ্লেসগুলোতে দেখবেন প্রতি মিনিটে নতুন নতুন জব পোস্ট করা হচ্ছে, সেগুলোতে আবেদন করুন। যেসব জবে কোনো কনট্রাক্টরের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো। কারণ বায়ার যদি এদের মধ্য পছন্দের কনট্রাক্টর পেয়ে যায় তাহলে আর অন্য কনট্রাক্টরের প্রোফাইল চেক করে দেখবে না।

# যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের জবে আবেদন করবেন না। কারণ, কোনো কনট্রাক্টরকে (ফ্রিল্যান্সার) ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.